বসুরহাটে সাংবাদিককে মারধর করলেন যুবলীগ নেতা

Passenger Voice    |    ০১:৪৪ পিএম, ২০২১-১০-১১


বসুরহাটে সাংবাদিককে মারধর করলেন যুবলীগ নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ ওরফে হামিদের (২৮) নেতৃত্বে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় বসুরহাট পৌরসভা ভবনের দক্ষিণ গেটে মোশারফ হোসেন ডায়াবেটিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

আহত সাংবাদিক নাসির উদ্দিন (৪৩)  দৈনিক ঢাকা প্রতিদিন ও আঞ্চলিক দৈনিক নোয়াখালী প্রতিদিনের কোম্পানীগঞ্জ প্রতিনিধি।

এ বিষয়ে সাংবাদিক নাসির বলেন,  রোববার সন্ধ্যার দিকে বসুরহাট পৌরসভার দক্ষিণ গেটের মোশারফ হোসেন ডায়াবেটিক হাসপাতালের সামনে একটি চা দোকানে আমি বসেছিলাম। এ সময় দলবল নিয়ে সেখানে হাজির হন  যুবলীগ নেতা হামিদ। ওই সময় সে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে, আমি তার বিরুদ্ধে ফেসবুকে লিখেছি। ফেসবুক কমেন্টস নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হামিদের নেতৃত্বে ১০-১২ জন আমার ওপর হামলা চালায়। তিনি জানান, এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার ছেলে আমাকে বিচারের আশ্বাস দিয়েছেন। তবে এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ করেননি।

সাংবাদিক মারধররের বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ অস্বীকার করেন।

হামলার অভিযোগের বিষয়ে জানার জন্য বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে একাধিকবার কল দিলে ব্যস্ত পাওয়া যায়। পরে অন্য একটি নম্বর থেকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ করেনি।